ধর্মমঙ্গল কাব্যধারায় অষ্টাদশ শতকের শ্রেষ্ঠ কবি কে ?
Solution
Correct Answer: Option A
ঘনরাম চক্রবর্তী মধ্যযুগের বাংলা সাহিত্যের ধর্মমঙ্গল শাখার এক অন্যতম কবি। তাঁর সুবৃহৎ ধর্মমঙ্গল কাব্যটি তিনি ১৭১১ সালে রচনা করেন। এই ধারার অন্যন্যা কবিঃ ময়ূর ভট্ট, শ্যাম পণ্ডিত, নরসিংহ বসু ,আদিরূপরাম, খেলারাম চক্রবর্তী।
• মনসা মঙ্গলকাব্য ধারার কবিঃ কানাহরি দত্ত, কেতকাদাস ক্ষেমানন্দ, নারায়ণদেব, বিজয়গুপ্ত, বিপ্রদাস পিপিলাই, দ্বিজ বংশীদাস,।
• 'অন্নদামঙ্গল’ ধারার কবি ভারতচন্দ্র রায়গুণাকর।