কোন ভিটামিন এর অভাবে রিকেটস রোগ হয় ?
A ভিটামিন এ
B ভিটামিন 'বি'
C ভিটামিন সি
D ভিটামিন ডি
Solution
Correct Answer: Option D
ভিটামিন ডি–র অভাবে শিশুদের রিকেট রোগ হয়। এই রোগে মাংসপেশি দুর্বল হয়ে পড়ে। হাড় যথাযথ পুষ্টি না পাওয়ার ফলে মজবুত হয় না। রিকেট রোগাক্রান্ত শিশুদের পা ধনুকের মতো বেঁকে যায় এবং মাথার খুলি বড় হয়ে পড়ে