Solution
Correct Answer: Option C
- 'ডাকঘর' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।
- 'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সাংকেতিক নাটক।
- এটি ১৯১২ সালে প্রকাশিত হয়।
• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক:
- বিসর্জন,
- চিরকুমার সভা,
- রক্তকরবী,
- রাজা,
- ডাকঘর,
- অচলায়তন,
- তাসের দেশ।