'ডাকঘর' নাটকটির রচয়িতা কে?

A কায়কোবাদ

B মীর মোশাররফ হোসেন

C রবীন্দ্রনাথ ঠাকুর

D কাজী নজরুল ইসলাম

Solution

Correct Answer: Option C

- 'ডাকঘর' নাটকটির রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর ।
- 'ডাকঘর' রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি সাংকেতিক নাটক।
- এটি ১৯১২ সালে প্রকাশিত হয়।

• রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নাটক: 
- বিসর্জন, 
- চিরকুমার সভা,
- রক্তকরবী, 
- রাজা, 
- ডাকঘর, 
- অচলায়তন, 
- তাসের দেশ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions