কোন কবিকে 'মুসলিম রেনেসাঁর কবি' বলা হয়?

A ফররুখ আহমদ

B কাজী নজরুল ইসলাম

C গোলাম মোস্তফা

D ইসমাইল হোসেন সিরাজী

Solution

Correct Answer: Option A

- সৈয়দ ফররুখ আহমদ (জুন ১০, ১৯১৮ – অক্টোবর ১৯, ১৯৭৪) একজন প্রখ্যাত বাংলাদেশী কবি ।
- এই বাঙালি কবি 'মুসলিম রেনেসাঁর কবি' হিসেবে পরিচিতি লাভ করেন।
- তার কবিতায় বাংলার অধঃপতিত মুসলিম সমাজের পুনর্জাগরণের অনুপ্রেরণা প্রকাশ পেয়েছে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions