পাঁচটি সংখ্যার গড় হল 27। যদি একটি সংখ্যা বাদ দেওয়া হয়, গড় হয় 25। বাদ দেকওয়া সংখ্যা হল -

A 30

B 32

C 35

D 40

Solution

Correct Answer: Option C

সমাধানঃ
বাদ দেয়া সংখ্যা = সবগুলো সংখ্যার সমষ্টি – বাদ দেয়া বাকিগুলোর সমষ্টি
                      = 27 x 5 - 25 x 4
                       = 35 
বিকল্প সমাধানঃ
গড় কমে = 27 25
             = 2
5 টি সংখ্যার ক্ষেত্রে মোট কমে =2x5=10
 বাদ দেয়া সংখ্যা = 25+10=35

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions