স্বামী, স্ত্রী এবং তাদের শিশুর বয়সের গড় 3 বছর আগে 27 বছর ছিল। আর 5 বছর আগে স্ত্রী এবং শিশুর বয়সের গড় ছিল 20 বছর। প্রশ্ন হলো বর্তমানে স্বামীর বয়স কত?

A 35

B 40

C 45

D 50

Solution

Correct Answer: Option B

3 বছর আগে স্বামী, স্ত্রী এবং শিশু এই তিন জনের বয়সের গড় 27 বছর।
বর্তমানে তাদের বয়সের গড় = 27 + 3 = 30 বছর
বর্তমানে তাদের বয়সের সমষ্টি = 30 x 3 = 90 বছর
আবার, 5 বছর আগে স্ত্রী এবং শিশুর বয়সের গড় ছিল 20 বছর।
বর্তমানে তাদের বয়সের গড় == 20+5=25 বছর
বর্তমানে তাদের বয়সের সমষ্টি = 25x2 = 50 বছর
সুতরাং বর্তমানে স্বামীর বয়স = 90 – 50=40 বছর

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions