Solution
Correct Answer: Option A
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন (৯ ডিসেম্বর ১৮৮০ - ৯ ডিসেম্বর ১৯৩২) হলেন উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক।
- তাঁকে বাঙ্গালী নারী জাগরণের অগ্রদূত হিসেবে গণ্য করা হয়।
- তার প্রকৃত নাম 'রোকেয়া খাতুন' এবং বৈবাহিকসূত্রে নাম 'রোকেয়া সাখাওয়াত হোসেন'।
প্রবন্ধ গ্রন্থঃ
- "মতিচুর" লেখিকার রচিত প্রথম গ্রন্থ । সৌরজগৎ, ডেলিসিয়া হত্যা, জ্ঞান-ফল, নারী-সৃষ্টি, নার্স নেলী প্রভৃতি রূপকথার গল্প ২য় খণ্ডে রয়েছে। মতিচুর দুই খন্ডে প্রকাশিত হয়।
- অবরোধবাসিনী লেখিকার শ্রেষ্ঠ গ্রন্থ । এটি একটি নকশাধর্মী গদ্যগ্রন্থ।
- নারীর অধিকার লেখিকার শেষ রচনা।
উপন্যাসঃ
- পদ্মরাগ : নবনূর পত্রিকায় প্রকাশিত হয়। এ সকল পত্রিকায় মিসেস আর এস হোসেন নামে লেখা হত। এই উপন্যাসটিকে উপন্যাসোম গদ্য আখ্যায়িকা হিসেবে বিবেচনা করা হয়।
- সুলতানার স্বপ্ন’ (Sultana's Dream) – ইংরেজিতে লেখা উপন্যাস। উপন্যাসটির অনুবাদ গ্রন্থের নাম ‘সুলতানার স্বপ্ন’। তিনি নিজেই এর অনুবাদ করেন। এই উপন্যাসে ‘Lady land' এর উল্লেখ আছে।