সোজন বাদিয়ার ঘাট -এর রচয়িতা কে ? 

A  কাজী নজরুল ইসলাম 

B  কায়কোবাদ 

C  শামসুর রাহমান 

D  জসীম উদ্‌দীন 

Solution

Correct Answer: Option D

-সোজন বাদিয়ার ঘাট একটি কাব্যগ্রন্থ
-এটি রচনা করেছেন পল্লীকবি জসীম উদ্দীন
-তিনি ১৯০৩ সালে ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন
-তিনি ১৯৭৬ সালের ১৩ মার্চ মৃত্যুবরণ করেন
-জসীম উদ্দীন এর প্রথম প্রকাশিত কবিতা 'মিলন গান '
-তাঁর বিখ্যাত কাব্যগ্রন্থ
   রাখালী
   নক্সী কাঁথার মাঠ
   বালুচর
   ধানক্ষেত
-তাঁর বিখ্যাত কবিতা 'কবর' ও 'আসমানি'
-বিখ্যাত উপন্যাস -'বোবা কাহিনী

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions