উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়েছিল?
A ১২৯৮ সালে
B ১৩৯৮ সালে
C ১৪৯৮ সালে
D ১৫৯৮ সালে
Solution
Correct Answer: Option C
উইলিয়াম কেরি ১৭৯৩ সালে কলকাতায় আগমন করেন এবং ডেনমার্কের শাসনাধীন শ্রীরামপুরে উইলিয়াম ওয়ার্ড ও জোশুয়া মার্শম্যানের সহযোগে ব্যাপ্টিস্ট মিশন এবং মিশনের মুদ্রণযন্ত্র স্থাপন করেন।
- তবে উপমহাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় (পর্তুগিজ ভাষার মুদ্রণযন্ত্র) ১৪৯৮ সালে।
- চার্লস উইলকিন্স হুগলিতে প্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করেন ১৭৭৮ খ্রিস্টাব্দে। তিনি নিজেই বাংলা করেন বলে তাঁকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয়।
- প্রথম বাংলা অক্ষর খোদাই করেন পঞ্চানন কর্মকার।
- বাংলাদেশের প্রথম ছাপাখানা প্রতিষ্ঠিত হয় রংপুরে ১৮৪৭ সালে । এর নাম 'বার্ত্তাবহ যন্ত্র' । ছাপাখানাটি থেকে প্রকাশিত হতো রংপুরের প্রথম সাময়িকপত্র 'রঙ্গপুর বার্ত্তাবহ' । পত্রিকাটির প্রকাশক ছিলেন শুরুচরণ রায় ।
- ঢাকায় ১৮৬০ খ্রিস্টাব্দে ‘ঢাকা প্রেস’ নামে ছাপাখানা প্রতিষ্ঠিত হয়। এই ছাপাখানা থেকেই দীনবন্ধু মিত্রের ‘নীল দর্পণ’ প্রকাশিত হয়।
১৪৯৮ সালের গুরুত্তপুর্ণ তথ্যে মনে রাখুনঃ
পর্তুগীজ নাবিক ভাস্কো-ডা-গামা ১৪৯৮ সালে ইউরোপ থেকে ভারতবর্ষে আসার সমুদ্রপথ আবিষ্কৃত করে।
- আলাউদ্দিন হুসেন শাহ্ বৃহত্তর বাংলা শাসন শুরু করেন ১৪৯৮ -১৫১৯ খ্রিস্টাব্দে।