রেখাচিত্র আবুল ফজলের কোন ধরনের রচনা ?

A  ভ্রমন কাহিনী 

B  উপন্যাস 

C  আত্ম-জীবনীমূলক রচনা 

D  চলচ্চিত্র বিষয়ক গ্রন্থ 

Solution

Correct Answer: Option C

-রেখাচিত্র  আবুল ফজলের আত্মজীবনীমূলক গ্রন্থ।
-বুদ্ধির মুক্তি আন্দোলনের অগ্রসৈনিক ,শিক্ষাবিদ ,বুদ্ধিজীবি সাহিত্যিক ও প্রাবন্ধিক আবুল ফজল  (১৯০৩-৮৩)।

• তাঁর রচিত অন্যান্য উপন্যাস-
-সমকালীন চিন্তা
-রেখাচিত্র
-সফরনামা
-র্দিনের দিনলিপি
-প্রদীপ ও পতঙ্গ
-আয়েশা
-আবুল ফজলের শ্রেষ্ঠ গল্প
-সাহিত্য সংস্কৃতি ও জীবন
-সমাজ সাহিত্য রাষ্ট্র ইত্যাদি।

• গল্পগ্রন্থঃ
- মাটির পৃথিবী ,
- মৃতের আত্মহত্যা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions