-কৃষ্ণগহ্বর এমন একটি জায়গা যেখানে খুবই অল্প জায়গায় অনেক অনেক ভর ঘনীভূত হয়ে রয়েছে। এতই বেশী যে, কোন কিছুই এর কাছ থেকে রক্ষা পায় না, এমনকি সর্বোচ্চ গতি সম্পন্ন আলোও নয়!
-মহাকাশের এক অনন্ত বিস্ময় এই কৃষ্ণগহ্বর।
-বিখ্যাত পদার্থবিদ স্টিভেন হকিং এই কৃষ্ণগহ্বর আবিষ্কার করেন।