কোন বৃত্তের কেন্দ্র O। A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু এবং ∠APB = 90° হলে ∠AOB সমান কত?
A 90°
B 120°
C 150°
D 180°
Solution
Correct Answer: Option D
A, P, B তিনটি পরিধিস্থ বিন্দু বিধায় ∠APB বৃত্তস্থ কোণ।
বৃত্তের কেন্দ্র O হলে ∠AOB কেন্দ্রস্থ কোণ।
আমরা জানি, কেদ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ।
∴ ∠AOB = 2 x ∠APB = 2 x 90° = 180°