Solution
Correct Answer: Option B
-সূর্যের সবথেকে কাছের গ্রহ বুধ হলো সৌরজগতের সবথেকে দ্রুতগামী গ্রহ।
-সূর্যের চারপাশে ঘোরার সময় এর গড় গতি প্রতি সেকেন্ডে প্রায় ৪৮ কিমি।
-এর পরেই আছে শুক্র, যার গতি সেকেন্ডে ৩৫ কিমি।
-এরপর পৃথিবী প্রতি সেকেন্ডে প্রায় ৩০ কিমি।
-মঙ্গলের ২৪, বৃহস্পতির ১৩, শনির ১০,আর
-ইউরেনাসের ৭ আর নেপচুনের হলো ৫.৫ কিমি/সে।