একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ৯০০ বর্গ মিটার। এর পরিসীমা কত?

A   ৩০ মিঃ 

B    ৬০ মিঃ 

C    ১২০ মিঃ 

D    ৯০ মিঃ 

Solution

Correct Answer: Option C

আমরা জানি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল = (এক বাহুর দৈর্ঘ্য)

প্রশ্নমতে,
(এক বাহুর দৈর্ঘ্য) = ৯০০
বা, এক বাহুর দৈর্ঘ্য = $\sqrt{৯০০}$
$ \therefore $ এক বাহুর দৈর্ঘ্য = ৩০ মিটার।

আবার, আমরা জানি,
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ $\times$ এক বাহুর দৈর্ঘ্য
= ৪ $\times$ ৩০ মিটার
= ১২০ মিটার

শর্টকাট টেকনিক:
বর্গক্ষেত্রের পরিসীমা = ৪ $\times$ $\sqrt{ক্ষেত্রফল}$
= ৪ $\times$ $\sqrt{৯০০}$
= ৪ $\times$ ৩০
= ১২০ মিটার

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions