9টি উপন্যাসের মধ্যে 2টি বিশেষ উপন্যাস একত্রে নিয়ে কত প্রকারে সাজানো যায়?
Solution
Correct Answer: Option A
9টি উপন্যাসের মধ্যে 2টি বিশেষ উপন্যাসকে আলাদা করলে মোট উপন্যাস হয় = 9 - 2 = 7টি
2টি বিশেষ উপন্যাসকে একত্রে 1টি উপন্যাস ধরে নিয়ে মোট উপন্যাস হয় = 1 + 7 = 8টি
8টি উপন্যাস সাজানো যায় = 8!
2টি বিশেষ উপন্যাস নিজেদের মধ্যে 2! = 2 উপায়ে সাজানো যায়।
মোট বিন্যাস = 8! × 2! = 40,320 × 2 = 80,640