নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে
১০ ও ৫কি . মি. । নদী পথে ৪৫ কি.মি. দীর্ঘ পথ
একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা
সময় লাগবে?
Solution
Correct Answer: Option B
যখন নৌকাটি নির্দিষ্ট স্থানে গিয়ে আবার পূর্বের
স্থানে ফিরে আসে তখন-
পূর্বের স্থানে ফিরে আসার সময় =
d{1/(p+q)+1/(pq)}
এখানে,
d=মোট অতিক্রান্ত দূরত্ব
p=নৌকার বেগ
q=স্রোতের বেগ
-পূর্বের স্থানে ফিরে আসার সময় =
d{1/(p+q)+1/(p-q)}
=৪৫{১÷(১০+৫)+১÷(১০-৫)}=১২ ঘন্টা-