If 4x - 7 < 2x + 13, then which of the following must be true ?
Solution
Correct Answer: Option C
দেওয়া আছে,
4x - 7 < 2x + 13
বা, 4x - 2x < 13 + 7 [পক্ষান্তর করে, x সম্বলিত পদগুলো বামপাশে এবং ধ্রুবকগুলো ডানপাশে নিয়ে]
বা, 2x < 20
বা, x < 20 / 2 [উভয়পক্ষকে 2 দ্বারা ভাগ করে]
বা, x < 10
সুতরাং, নির্ণেয় সমাধান: x < 10
শর্টকাট টেকনিক:
সাধারণ সমীকরণের মতোই মনে মনে দ্রুত হিসাব করা যায়:
4x থেকে 2x বিয়োগ করলে থাকে 2x এবং -7 ওপাশে গিয়ে +7 হলে (13+7) হয় 20।
তাহলে, 2x < 20
সুতরাং, x < 10