রাইবোসোম কে আবিষ্কার করেন এবং কত সালে?
A ওয়াটসন এবং ক্রিক, ১৯৫৩
B প্যালাড, ১৯৫৫
C ফ্র্যাঙ্কলিন এবং উইলকিনস, ১৯৫২
D মেন্ডেল, ১৮৬৫
Solution
Correct Answer: Option B
অমসৃণ এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে, নিউক্লিয়ার মেমব্রেন এর গায়ে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে অথবা সাইটোপ্লাজমে বিক্ষিপ্ত অবস্থায় ছড়ানো অঙ্গাণুগুলোকে রাইবোসোম বলে। ১৯৫৫ সালে প্যালাডে রাইবোসোম আবিষ্কার করেন। রাইবোসোম এর প্রধান কাজ হল প্রোটিন সংশ্লেষণ করা। এজন্য রাইবোসোমকে প্রোটিন ফ্যাক্টরি বলা হয়