৪টি আপেল ২০ টাকায় কিনে ৩০ টাকায় বিক্রয় করলে কত শতাংশ লাভ হয় ?
Solution
Correct Answer: Option A
৪ টি আপেলের ক্রয়মূল্য ২০ টাকা
অতএব ১টি আপেলের ক্রয়মূল্য =২০/৪=৫ টাকা
আবার,
৪টি আপেলের বিক্রয়মূল্য ৩০ টাকা
১ টি আপেলের বিক্রয়মূল্য ৩০/৪=১৫/২ টাকা
অতএব লাভ =(১৫/২) - ৫ =৫/২ টাকা
অতএব ৫ টাকায় লাভ হয় ৫/২ টাকা
১ টাকায় লাভ হয় ৫/(২×৫) টাকা
১০০ টাকায় লাভ (৫×১০০)/(২×৫)=৫০ টাকা বা ৫০%