ইয়ংবেঙ্গলের প্রবক্তা ডিরোজিও কোন কলেজের শিক্ষক ছিলেন?

A কলকাতা সংস্কৃত কলেজ

B কলকাতা মিশনারি কলেজ

C কলকাতা হিন্দু কলেজ

D ফোর্ট উইলিয়াম কলেজ

Solution

Correct Answer: Option C

-ইয়ংবেঙ্গল আন্দোলনের প্রবক্তা হিন্দু কলেজের ইংরেজি সাহিত্যের শিক্ষক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও ।
-তার শিষ্য তথা এ আন্দোলনের অনুসারীদের মধ্যে রয়েছে-
-রসিককৃষ্ণ মল্লিক,
-দক্ষিণারঞ্জন মজুমদার,
-প্যারীচাঁদ মিত্র,
-রামতনু লাহিড়ী,
-রাধানাথ শিকদার প্রমুখ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions