খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ চিহ্নিত করার জন্য কোন ধ্বনি ব্যবহৃত হয়?

A

B

C

D

Solution

Correct Answer: Option A

খাঁটি বাংলায় পুরুষবাচক শব্দ চিহ্নিত করার জন্য আ- ধ্বনি ব্যবহৃত হয়। 
যেমন- বাবা, চাচা, কাকা, খোকা, পাগলা, বগা ইত্যাদি। 
 
বাংলা পুরুষবাচক শব্দগুলোকে নারীবাচক করার জন্য সাধারণত বাংলা নারীবাচক প্রত্যয় ব্যবহৃত হয়। 
যেমন- -, -ইনি, -নি, -আনি ইত্যাদি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions