একটি আয়তাকার মসজিদের মেঝে ১৫ মিটার দীর্ঘ ও ১১ মিটার প্রশস্ত । ২.২ মিটার লম্বা এবং ১.২৫ মিটার চওড়া কতটি মাদুর দিয়ে এর মেঝে ঢাকা যাবে?
A ৩০টি
B ৮০টি
C ৭০টি
D ৬০টি
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে,
মসজিদের মেঝের ক্ষেত্রফল = ১৫ মিটার × ১১ মিটার = ১৬৫ বর্গমিটার
প্রতিটি মাদুরের ক্ষেত্রফল = ২.২ মিটার × ১.২৫ মিটার = ২.৭৫ বর্গমিটার
মাদুরের সংখ্যা = মেঝের ক্ষেত্রফল ÷ প্রতিটি মাদুরের ক্ষেত্রফল
= ১৬৫ ÷ ২.৭৫
= ৬০