-কোন বস্তুর নিজস্ব কম্পাঙ্ক তার উপর আরোপিত কম্পাঙ্কের সমান হলে বস্তুটি অধিক বিস্তারে কাপতে থাকে।যাকে বলা হয় অনুনাদ।
-অনুনাদের সময় শব্দ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়। আবার টেলিফোন রেডিওর প্রেরক যন্ত্রেশব্দ শক্তিকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করে।