একটি ভগ্নাংশের লব ও হরের সমষ্টি 11। লব থেকে 2 বিয়োগ এবং হরের সাথে 3 যোগ করলে ভগ্নাংশের মান হয় 1/2। ভগ্নাংশটি নির্নয় কর।
Correct Answer: Option C
শর্ত মতে , ক+খ = ১১.........(১)
আবার, (ক-২)/(খ+৩) =১/২
বা , ২ক-খ = ৭ ............(২)
১+২ করে পাই , ৩ক=১৮
বা, ক=৬ তাহলে , খ = ১১-৬ =৫
ভগ্নাংশ = ৬/৫
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions