কোনো আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য ১০ সে. মি.; প্রস্থ ৮ সে. মি. এবং উচ্চতা ৪ সে. মি. হলে ঘনবস্তুর আয়তন কত ?

A  ৩২০ ঘন সে. মি. 

B  ৪২০  ঘন সে. মি. 

C  ১৬০  ঘন সে. মি. 

D  উপরের সবগুলো 

Solution

Correct Answer: Option A

দেওয়া আছে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = ১০ সে.মি.
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ = ৮ সে.মি.
আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = ৪ সে.মি.

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (১০ × ৮ × ৪) ঘন সে.মি.
= ৩২০ ঘন সে.মি.
সুতরাং, ঘনবস্তুটির আয়তন ৩২০ ঘন সে.মি.

শর্টকাট বা দ্রুত সমাধানের নিয়ম:
আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করতে হলে প্রশ্নে দেওয়া তিনটি রাশি (দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা) সরাসরি গুণ করে দিলেই উত্তর পাওয়া যায়।
আয়তন = ১০ × ৮ × ৪ = ৩২০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions