দুই অংকবিশিষ্ট কোন সংখ্যার দশকের অংকের সাথে ৩ যোগ করলে এবং এককের অংক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটি মূল সংখ্যার তিনগুণ হয় ? 

A  ১২ 

B  ১৪ 

C  ২৪ 

D  ২৮ 

Solution

Correct Answer: Option B

ধরি এককের অংক y এবং দশকের অংক x ; তাহলে সংখ্যাটি =10x+y

  প্রশ্নমতে, 10(x+3)+y-2=3 (10x+y)

= 10x+30+y-2 = 30x+3y = 10x+y+28 =30x+3y

=20x+2y = 28 =2(10x+y) =28

=10x+y = 14 ;

 সুতরাং,সংখ্যাটি ১৪ ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions