সিনথিয়া আফরিন দিনাজপুর থেকে ঢাকা হয়ে রাজবাড়ী যাবে। দ্বিনাজপুর থেকে দৈনিক পাঁচটিপরিবহনের বাস
ঢাকায় যায় এবং ঢাকা থেকে দৈনিক ছয়টি পরিবহনের বাস রাজবাড়ী যায়।
সিনথিয়া সম্ভাব্য কত উপায়ে দিনাজপুর থেকে রাজবাড়ী যেতে পারবে?
Solution
Correct Answer: Option D
তিনটি স্থানের মধ্যে প্রথম স্থান হতে দ্বিতীয় স্থানে যাওয়ার উপায় m
এবং দ্বিতীয় স্থান হতে তৃতীয় স্থানে যাওয়ার উপায় n হলে, একজন
লোকের পক্ষে দ্বিতীয় স্থানটি মাঝখানে (via) রেখে প্রথম স্থান হতে
তৃতীয় স্থানে যাওয়ার সম্ভাব্য মোট উপায় = m x n
∴মোট সম্ভাব্য উপায়= ৫x৬ = ৩০