কোন স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে Director শব্দটির বর্ণগুলিকে কতভাবে সাজানো যায়?

A ১২০

B ৮০

C ৬০

D ১০০

Solution

Correct Answer: Option C

Director শব্দটিতে তিনটি স্বরবর্ণ I, E, O কে নিজ নিজ স্থানে রেখে বাকী 5 টি বর্ণকে সাজানো
5!
যায় =5!/2! [2! দিয়ে ভাগ করা হয়েছে, কারণ 2 টি R আছে
    = 60ভাবে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions