কিছু সংখ্যক লোকের 50 জন বাংলা, 20 জন ইংরেজি এবং 10 জন বাংলা ও ইংরেজি বলতে পারে । দুটি ভাষার অন্তত একটি ভাষা কত জন বলতে পারে?
Solution
Correct Answer: Option B
দেওয়া আছে,
বাংলা বলতে পারে = 50 জন
ইংরেজি বলতে পারে = 20 জন
বাংলা ও ইংরেজি দুটোই বলতে পারে = 10 জন
এখানে,
A = বাংলা বলতে পারে এমন লোকের সংখ্যা = 50
B = ইংরেজি বলতে পারে এমন লোকের সংখ্যা = 20
A ∩ B = উভয় ভাষা বলতে পারে = 10
A ∪ B = অন্তত একটি ভাষা বলতে পারে = ?
আমরা জানি,
A ∪ B = A + B - A ∩ B
= 50 + 20 - 10
= 60