SCHOOL শব্দটি হতে তিনটি অক্ষর নিয়ে পৃথকভাবে বাছাই সংখ্যা-
Solution
Correct Answer: Option D
SCHOOL শব্দটিতে মোট 6 টি বর্ণ আছে এবং এর মধ্যে 2টি 'O'।
সুতরাং প্রতিবারে 3টি করে বর্ণ নিয়ে নিম্নবর্ণিতভাবে বাছাই করা যেতে পারে:
(i) 2টি বর্ণ অভিন্ন এবং অপর 1টি ভিন্ন। এক্ষেত্রে বাছাই সংখ্যা = 1x 4C1 =4
(ii) 3টি বর্ণই ভিন্ন । এক্ষেত্রে বাছাই সংখ্যা = 5C3 = 10
.:. বর্ণগুলো বাছাইয়ের মোট সংখ্যা = 4+10=14 Ans