Correct Answer: Option D
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
#মৌলিক গ্রন্থাবলীঃ
১. বাল্যবিবাহের দোষ
২. বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদবিষয়ক প্রস্তাব(১ম, ২য় -১৮৫৫)
৩. বহুবিবাহ রচিত হওয়া উচিত কিনা এতদবিষয়ক বিচারক(১ম -১৮৭১, ২য় ১৮৭৩)
৪. প্রভাবতী সম্ভাষণ(১৮৯২)
#ছদ্মনামে রচনা(মৌলিক):
১. অতি অল্প হইল(১৮৭৩) - কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে।
২. আবার অতি অল্প হইল (১৮৭৩) - কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে।
৩। ব্রজ বিলাস(১৮৮৪) - কবিকুল তিলকস্য কস্যচিৎ উপযুক্ত ভাইপোষ্য ছদ্মনামে।
৪. বিধবা বিবাহ ও য়শোহর হিন্দু ধর্ম রক্ষিণী সভা (১৮৮৪) - কস্যচিৎ তত্ত্বান্বেষণ ছদ্মনামে।
৫. রত্নপরীক্ষা (১৮৮৬) - কস্যচিৎ উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্মনামে।
#অনুবাদ গ্রন্থঃ
১. বেতাল পঞ্চবিংশতি(১৮৪৭) হিন্দি কবি লালুজীর 'বৈতাল পচ্চসী' অবলম্বনে রচিত। এটি তাঁর প্রথম গ্রন্থ।
২. ভ্রান্তিবিলাস (১৮৬৯) - শেক্সপিয়ারের comedy of errors অবলম্বনে।
৩. শকুন্তলা (১৮৫৪) - কালিদাসের 'অভিজ্ঞান শকুন্তলম' অবকম্বনে।
৪. সীতার বনবাস(১৮৬০) ভবভূতি রচিত উত্তর রামচরিত্র নাটক ও বাল্মীকি রামায়ণের উত্তর কাণ্ড থেকে।
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions