Solution
Correct Answer: Option D
- সম্ভাবনা বা Probability-এর তত্ত্বে কোনো ঘটনা ঘটা যদি নিশ্চিত (Certain Event) হয়, তবে তার মান হয় 1।
- আর যদি কোনো ঘটনা ঘটা অসম্ভব হয়, তবে তার মান হয় 0।
- যেহেতু সূর্য পূর্ব দিকে ওঠা একটি ধ্রুব সত্য বা নিশ্চিত ঘটনা, তাই এর সম্ভাবনা হলো ১।