"শাদরি" ভাষায় কথা বলে বাংলাদেশের -

A ওঁরাও

B মারমা

C ত্রিপুরা

D হাজং

Solution

Correct Answer: Option A

ওরাঁও রা যে ভাষায় কথা বলেন, তার নাম কুরুখ ভাষা। তাদেরকে কুরুখ জাতিও বলা হয়।
- ওরাওঁ আদিবাসীরা নৃতাত্ত্বিক বিচারে আদি-অস্ট্রেলীয় (প্রোটো-অস্ট্রেলীয়) জনগোষ্ঠীর উত্তর পুরূষ।
- বাংলাদেশে বর্তমানে রংপুর, দিনাজপুর, বগুড়া ও রাজশাহী জেলা ওরাওঁদের প্রধান বসতিস্থল

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions