ক ও খ এর বেতনের অনুপাত ৭ ঃ ৫ । ক, খ অপেক্ষা ৪০০ টাকা বেশি বেতন পেলে খ এর বেতন কত ? 

A  ৯০০ টাকা 

B  ১০০০ টাকা  

C  ১১০০ টাকা  

D  ১৬০০ টাকা  

Solution

Correct Answer: Option B

মনে করি,
‘ক’ এর বেতন ৭x টাকা
‘খ’ এর বেতন ৫x টাকা

∴ প্রশ্নমতে,৭x-৫x=৪০০
বা,২x=৪০০

∴ x=৪০০/২=২০০ টাকা
∴ ‘খ’ এর বেতন(৫ x২০০)=১০০০টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions