Solution
Correct Answer: Option A
আমরা জানি,
দুটি কোণের পরিমাপের যোগফল ৯০° (এক সমকোণ) হলে, কোণ দুটির একটিকে অপরটির পূরক কোণ (Complementary Angle) বলে।
দেওয়া আছে,
ত্রিভুজের ∠A = ৬৫°
∴ ∠A এর পূরক কোণ
= (৯০° - ৬৫°)
= ২৫°
শর্টকাট টেকনিক:
যে কানো কোণের 'পূরক কোণ' বের করতে বললে সরাসরি ৯০° থেকে প্রদত্ত কোণটি বিয়োগ করতে হবে।
∴ নির্ণেয় কোণ = ৯০° - ৬৫° = ২৫°