নিচের কোনটি বিদ্যাপতির উপাধি?

A কবিকণ্ঠহার

B মৈথিলি কোকিল

C অভিনব জয়দেব

D সবগুলো

Solution

Correct Answer: Option D

• বিদ্যাপতি পদাবলির প্রথম কবি। তিনি পদাবলির আদি রচয়িতা।
• তিনি ব্রজবুলি ভাষায় পদ রচনা করেন। অর্থাৎ ব্রজবুলি ভাষার প্রবর্তক।
•  বিদ্যাপতি মিথিলার কবি। বাঙ্গালি না হয়েও (অবাঙালি কবি) বাংলায় কবিতা রচনা না করেও বাংলা সাহিত্যে এক অবিস্মরণীয় নাম।
• তাঁর উপাধি ‘কবিকণ্ঠহার’।
• তিনি ‘মৈথিলি কোকিল’ ও ‘অভিনব জয়দেব’ নামে খ্যাত ছিলেন।
•  অত্যন্ত মর্যাদাবান এই কবির বিখ্যাত উক্তি- এ সখি হামারি দুখের নাহি ওর। এ মরা ভাদর মাহ ভাদর
শূন্য মন্দির মোর।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions