Correct Answer: Option B
১০টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা
∴ ১টি লেবুর ক্রয়মূল্য = ১/১০ টাকা
আবার, ৮টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা
∴ ১টি লেবুর বিক্রয়মূল্য = ১/৮ টাকা
যেহেতু বিক্রয়মূল্য বেশি, তাই লাভ হয়েছে।
লাভ = (বিক্রয়মূল্য - ক্রয়মূল্য)
= ১/৮ - ১/১০ টাকা
= (৫ - ৪)/৪০ টাকা [৮ ও ১০ এর লসাগু ৪০]
= ১/৪০ টাকা
এখন,
১/১০ টাকায় লাভ হয় ১/৪০ টাকা
∴ ১ টাকায় লাভ হয় (১ × ১০) / ৪০ টাকা
∴ ১০০ টাকায় লাভ হয় (১০ × ১০০) / ৪০ টাকা
= ২৫ টাকা
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions