শিক্ষা,কল্প,নিরুক্ত- এগুলো কোন সাহিত্যের অন্তর্গত?
A বেদ
B বেদাঙ্গ
C রামায়ণ
D মহাভারত
Solution
Correct Answer: Option B
একনজরে বেদাঙ্গ সম্পর্কে সম্পূর্ণ আলোচনা বেদকে সুষ্ঠু ভাবে জানার জন্য প্রয়োজনীয় গ্রন্থাবলীকে বেদাঙ্গ বলে হয়। ইহা ছয় প্রকার শিক্ষা, কল্প, নিরুক্ত, ব্যাকরণ, ছন্দ ও জ্যোতিষ। এই প্রত্যেকটা বিভাগেরই বেদের সঙ্গে প্রত্যক্ষ সম্বন্ধ রয়েছে।