প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় প্রথম কোন গ্রন্থে গুরুত্ব সহকারে উল্লেখ করা হয়?
A নীহাররঞ্জন রায়ের 'বাঙালীর ইতিহাস'
B আহমদ আলীর 'বাঙালী ও বাংলা সাহিত্য'
C অতুল সুরের 'বাঙালীর নৃতান্ত্রিক পরিচয়'
D দীনেশচন্দ্র সেনের "বৃহৎ বঙ্গ'
Solution
Correct Answer: Option A
-প্রাচীন বাংলার জনপদ ও অর্থনীতির পরিচয় সর্বপ্রথম নিহাররঞ্জন রায়ের 'বাঙালির ইতিহাস' নামক গ্রন্থে গুরুত্বসহ প্রকাশ করা হয়। -বাংলার সর্বপ্রাচীন জনপদ হলাে পুণ্ড্র। বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর জেলার অবস্থানভূমিকে কেন্দ্র করে গড়ে উঠে পুণ্ড্র জনপদ। প্রাচীন পুণ্ড রাজ্যের রাজধানী ছিল পুণ্ড্রবর্ধন বা পুণ্ড্রনগর।