একটি গোলকের ব্যাসার্ধ ৫ সে.মি. হলে এর পৃষ্ঠের ক্ষেত্রফল কত?
Solution
Correct Answer: Option D
দেওয়া আছে, ব্যাসার্ধ (r) = ৫ সে.মি.
এখানে, A = পৃষ্ঠের ক্ষেত্রফল
গোলকের পৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হলো,
A = 4πr2
= 4 × π × (5)2
= 100π
= 3.1414 × 100
= 314.14
সবচেয়ে কাছাকাছি উত্তরটি হলো ৩১৪.২৪ বর্গ সে. মি.।