একটি 13 মিটার লম্বা মই একটি দেয়ালে হেলান দিয়ে রাখা হয়েছে।মইটির এক প্রান্ত দেয়াল থেকে 5 মিটার দূরে ভূমি স্পর্শ করেছে।মইটির অন্য প্রান্ত ভূমি থেকে কত উচ্চতায় দেয়াল স্পর্শ করেছে?
A 20 m
B 18 m
C 15 m
D 12 m
Solution
Correct Answer: Option D
দেওয়ালে মই হেলান দিয়ে রাখায় একটি সমকোণী ত্রিভুজের সৃষ্টি হয়েছে যার অতিভুজ ১৩ মিটার এবং ভূমি ৫ মিটার। ABC সমকোণী ত্রিভুজ হতে, AB2=AC2+BC2 OR,(13)2=h2+(5)2 or,h2=144 অতএব, h=12 সুতরাং দেয়ালের উচ্চতা 12 মিটার
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions