একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা যথাক্রমে 30 সে. মি. 20 সে. মি. ও 12 সে. মি. এর আয়তন নিচের কোনটি ?

A  32  সে. মি.  

B  62 ঘন  সে. মি.  

C  7200 ঘন  সে. মি.  

D  1100 ঘন  সে. মি.  

Solution

Correct Answer: Option C

দেওয়া আছে,
আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য = 30 সে. মি.
আয়তাকার ঘনবস্তুর প্রস্থ = 20 সে. মি.
এবং আয়তাকার ঘনবস্তুর উচ্চতা = 12 সে. মি.

আমরা জানি,
আয়তাকার ঘনবস্তুর আয়তন = দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা
= (30 × 20 × 12) ঘন সে. মি.
= (600 × 12) ঘন সে. মি.
= 7200 ঘন সে. মি.
$\therefore$ নির্ণেয় আয়তন 7200 ঘন সে. মি.

শর্টকাট টেকনিক:
আয়তন বের করতে তিনটি মাত্রাকে সরাসরি গুণ করে দিন।
30 × 20 × 12 = 30 × 240 = 7200
দ্রুত গুণ করার নিয়ম: শূন্যগুলো বাদ দিয়ে সাধারণ সংখ্যাগুলো গুণ করুন (3 × 2 × 12 = 72) এবং শেষে মোট শূন্যের সংখ্যা (এখানে 2 টি) বসিয়ে দিন। উত্তর: 7200।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions