একজন দোকানদার ৫টি লেবু যে মূল্যে ক্রয় করে ৪টি লেবু সে মূল্যে বিক্রি করে। তার শতকরা কত লাভ হবে?

 

A    ২০%

B    ২৫%

C    ৩০%

D    ৩৫%

Solution

Correct Answer: Option B

 

ধরি, ৫ টি লেবুর ক্রয়মূল্য ১ টাকা

     ১ টি লেবুর ক্রয়মূল্য ১/৫ টাকা

আবার, ৪ টি লেবুর বিক্রয়মূল্য ১ টাকা।

১টি লেবুর বিক্রয়মূল্য ১/৪টাকা

সুতারাং, লাভ = ১/৪ – ১/৫ = (৫-৪)/২০ = ১/২০

১/৫ টাকায় লাভ হয় ১/২০ টাকা

সুতারাং ১০০ টাকায় লাভ হয় (৫×১০০)/২০ = ২৫ টাকা

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions