একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 3:4:5 হলে কোণ তিনটির মান কত?

A    45,60,75 

B    30,60,90

C    60,90,30

D    90,45,45

Solution

Correct Answer: Option A

মনে করি, ত্রিভুজের তিনটি কোণের পরিমাণ যথাক্রমে 3x, 4x এবং 5x
আমরা জানি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি = 180°

প্রশ্নমতে,
3x + 4x + 5x = 180°
বা, 12x = 180°
বা, x = 180° / 12
বা, x = 15°

অতএব, কোণ তিনটির মান:
১ম কোণ = 3x = 3 × 15° = 45°
২য় কোণ = 4x = 4 × 15° = 60°
৩য় কোণ = 5x = 5 × 15° = 75°
সুতরাং, কোণ তিনটির মান যথাক্রমে 45°, 60° ও 75°

শর্টকাট টেকনিক:
অনুপাতগুলোর যোগফল = ৩ + ৪ + ৫ = ১২
ত্রিভুজের তিন কোণের সমষ্টি ১৮০°।
১ম কোণ = (১৮০ × ৩/১২) = ৪৫°
২য় কোণ = (১৮০ × ৪/১২) = ৬০°
৩য় কোণ = (১৮০ × ৫/১২) = ৭৫°

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions