ABCD সামন্তরিকের \(\angle \)BCD = 130 হলে, \(\angle \)ABC -এর মান কত ? 

A  40

B  60

C  50

D  130

Solution

Correct Answer: Option C

সামন্তরিকের বিপরীত কোণগুলো পরস্পর সমান। সুতরাং, ∠ACD = ∠BCD = 130°।

একটি সামন্তরিকের প্রতিটি কোণের পরিমাপ 180 - 90 = 90°।

এক্ষেত্রে, ∠ABC + ∠ACD = 180°

বা, ∠ABC + 130° = 180°

বা, ∠ABC = 180° - 130°

বা, ∠ABC = 50°

সুতরাং, ∠ABC -এর মান ৫০ ডিগ্রি

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions