ক একটি জিনিস খ -এর নিকট ২০% লাভে বিক্রি করে । খ জিনিসটি গ -এর নিকট ক -এর ক্রয়মূল্য দামে বিক্রি করে । খ -এর শতকরা কত ক্ষতি হয় ?  

A  ১৪ (১/৩)  

B  ১৫ (২/৩) 

C  ১৬ (২/৩)  

D  ১৬ (১/৩) 

Solution

Correct Answer: Option C

ক এর ক্রয়মুল্য ১০০ টাকা হলে লাভ ২০ টাকা
ক এর বিক্রয়মূল্য=১০০+২০=১২০ টাকা

যেহেতু ক জিনিসটি খ এর নিকট বিক্রি করে,সেহেতু জিনিসটি খ এর ক্রয়মূল্য =১২০ টাকা
খ জিনিসটি ক এর ক্রয়মূল্য ১০০ টাকা মূল্যে গ এর নিকট বিক্রয় করে দেয়।
খ এর ক্ষতি হয়=১২০-১০০=২০ টাকা
খ এর শতকরা ক্ষতি =(২০/১২০)  × ১০০= ১৬ (২/৩)%

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions