দুইটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গ.সা.গু 6 হলে, সংখ্যা দুটির ল.সা.গু কত? 

 

A 210 

B 180 

C 150 

D 120

Solution

Correct Answer: Option A

সংখ্যা দুটি ৫ক এবং ৭ক; যেখানে ক হল গ.সা.গু
সংখ্যা দুটি  = ৩০ এবং ৪২

সূত্র,  সংখ্যার গুণফল = ল.সা.গু X গ.সা.গু
     => ৩০X৪২ = ল.সা.গু X ৬
     => ল.সা.গু = ৩০X ৪২ / ৬ = ২১০

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions