দুইটি বৃত্ত পরস্পরকে অন্তঃস্পর্শ করল । বৃহত্তর বৃত্তটির ব্যাসার্ধ 6 সে. মি. এবং কেন্দ্রদ্বয়ের দূরত্ব 2 সে. মি. । অপর বৃত্তের ব্যাসার্ধ কত ? 

A  2 সে. মি. 

B  4 সে. মি. 

C  6 সে. মি. 

D  8 সে. মি. 

Solution

Correct Answer: Option B

ধরি, অপর বৃত্তের ব্যাসার্ধ ক সে.মি.।

পরস্পর অন্তঃস্পর্শকারী দুটি বৃত্তের ক্ষেত্রে,

ব্যাসার্ধের পার্থক্য = কেন্দ্রদ্বয়ের দূরত্ব

বা, 6 - ক = 2

বা, ক = 6 - 2

বা, ক = 4 সে.মি.

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions