10 থেকে 30 পর্যন্ত সংখ্যা হতে যে কোনো একটিকে ইচ্ছামত নিলে সেই সংখ্যাটি মৌলিক অথবা 5 এর গুণিতক হবার সম্ভাবনা কত ?
A 9/10
B 7/8
C 11/21
D 10/11
Solution
Correct Answer: Option C
10 থেকে 30 পর্যন্ত মোট সংখ্যা = 21 টি 10 থেকে 30 পর্যন্ত মৌলিক অথবা 5 এর গুনিতক সংখ্যা হলো : 10, 11, 13, 15, 17, 19, 20, 21, 23, 25, 27, 29 ও 30 অর্থাৎ 11 টি ∴ নির্ণেয় সম্ভাবনা = 11/21
Practice More Questions on Our App!
Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions