মীর মশাররফ হোসেন এর প্রথম গ্রন্থের নাম কি ?

A রত্নপরীক্ষা

B রত্নদ্বীপ

C রত্নবতী

D রত্নাবলী

Solution

Correct Answer: Option C

-মীর মশাররফ হোসেন রচিত নাটক হলো ' বসন্তকুমারী' (১৮৭৩), 'জমিদার দর্পণ' (১৮৭৩), 'বেহুলা গীতাভিনয়' (১৮৮৯), ।
- তাঁর অন্যান্য উল্লেখযোগ্য রচনা হলো: গোরাই-ব্রিজ অথবা গৌরী-সেতু ,এর উপায় কি , বিষাদ-সিন্ধু ,
সঙ্গীত লহরী , গো-জীবন ,উদাসীন পথিকের মনের কথা , তহমিনা , টালা অভিনয়,গাজী মিয়াঁর বস্তানী ,
মৌলুদ শরীফ , মুসলমানদের বাঙ্গালা শিক্ষা ইত্যাদি।
-গ্রামবার্তার সম্পাদক কাঙাল হরিনাথ ছিলেন তাঁর সাহিত্যগুরু।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions